মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি ঃ সারাদেশে ডেঙ্গুর বিস্তার ঘটলেও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের বা পরীক্ষা করার কোন ব্যবস্থা নাই।
বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ৭/৮ জন ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে এসেছেন। তিন জন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন হলেন, উপজেলার কাজীর গ্রামের মোস্তাফিজুর রহমান উৎস (২০), পাকশিয়া গ্রামের রায়হান (২৬) ও সেতাই গ্রামের রফিকুল ইসলাম (৩১)। বাকীরা জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
শার্শা উপজেলা ৫০ বিশিষ্ট হাসপাতালের একমাত্র প্যাথলজিস্ট কবির হোসেন জানান, এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের পরিক্ষা করার কোন মেডিসিন নাই।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা বলেন, ডেঙ্গু জ্বর পরীক্ষার কোন কিট হাসপাতালে না থাকায় পরীক্ষা করতে পারছিনা । আমারা চাহিদা চেয়ে পাঠিয়েছি ঈদের আগেই পাবো বলে আশা করছি । ডেঙ্গু জ্বরে আক্রন্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করছি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম