মোঃ আসাদুর রহমান,শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা থানা জিআর ৪০/১৫ও ৯০/১৫ এর পলাতক ওয়ারন্টেভুক্ত আসামিকে পৃথক অভিযানে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলিসহ তাকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে শার্শা উপজলোর রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলশি সূত্রে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জরুরী ডিউটি চলাকালীন সময়ে শার্শা থানা পুলশিরে উপ-পরির্দশক (এসআই) বাবুল আক্তার সঙ্গী ও র্ফোস নিয়ে বিশেষ অভিযান কালে শার্শা উপজলোর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অভিযান চালায়। এসময় মিলন হোসনে নামে একজনকে সন্দহেজনক ঘুরাফরো করতে দেখে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি পাওয়া যায়। সে দুই মামলার ওয়ারেন্টভভুক্ত আসামি ও একজন চিহ্নিত সন্ত্রাসী। শার্শা থানার এসআই বাবুল আক্তার (সেকেন্ড অফিসার) বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম