মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি :
যশোরে শার্শায় নাভারন একটি মার্কেটে আগুন ধরে যায়। ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বেনাপোল ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টার সময় নাভারন বাজারে মোরাদ হোসেন মার্কেটে বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে আগুন লেগে যায়।
এসময় যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, সকাল ১০টার সময় নাভারন বাজারে শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের মার্কেটে আকর্ষিক আগুন ধরে যায়। এসময় মার্কেটের ৫/৭ টি দোকান দোকানে পুড়ে যায়। মোরাদ হোসেনের নিজের বিভিন্ন কোম্পানির ডিলারশিপ গোডাউনে থাকা প্রায় ৫০লক্ষ টাকা মুল্যের মালামাল পুড়ে যায়। প্রথমে স্থানীয় লোক আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাবেনা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম