মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলা সদরের "শার্শা পাইলট হাইস্কুল"র এসএসসি-২০০০ সালের ব্যাচের বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কুলের বর্তমান নাম করণ 'শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়' প্রাঙ্গণে।
১৩ আগস্ট ( মঙ্গলবার ) সকালে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পাঠ, প্রয়াত শিক্ষকদের স্বরণে ১ মিনিট নিরাবতা পালনের পর সৃতিচারণ করাসহ বন্ধুদের পরিচিতির পর্ব শেষে উক্ত স্কুল (বিদ্যালয়) এর প্রাক্তন শিক্ষকদেরকে সম্মাননা স্বারক ( ক্রেস্ট ) প্রদান করা হয়।
এসময় উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা পাইলট হাইস্কুল এর অবসরপ্রাপ্ত/প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আনারুল, সাইদূজ্জামান, রেজাউল, আবুল কালাম, নাজিমুদ্দিন নাজিম।
এছাড়া উক্ত অনুষ্ঠানে, স্কুলের বর্তমান নাম করণে'র 'শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন, অতিথি হিসেবে বর্তমান প্রধান শহিদুল ইসলাম।
২০০০ এসএসসি ব্যাচ বন্ধু মহিউদ্দিন আলম তোতা'র সভাপতিত্বে ও মকলেছুর এবং মিলন আশ্রাফ এর উপস্থাপনায়। এসময় শিক্ষকগণ তাদের আবেগঘন সৃতিস্বরণের বক্তব্য সহ তাদের মূল্যবান দিকনির্দেশনার বক্তব্য দেন।
এসময় পুনর্মিলনী অনুষ্ঠানে, বন্ধুদের মধ্যে উপস্থিত সাংবাদিক খোরশেদ আলম, বন্ধু জুয়েল রানা, গিয়াসউদ্দীন, হাবিবুর রহমান, মিজানুর রহমান, খায়রুল ইসলাম, কবির উদ্দীন, সিদ্দিকুর রহমান সান্টু, ফারুখ হোসেন, ফিরোজ আহম্মেদ ডন, তরিকুল ইসলাম, শাহ আলম, চান্দু মিয়া, আনারুল, শাহাবুর হোসেন, পেসকার আশ্রাফুল, রেজাউল
হোসেন, ইমদাদুল হোসেন চন্চল, হাবিবুর রহমান বাবু, মোকারম হোসেন, রাসেল ইসলাম, পিন্টু মিয়া, হাফিজুর রহমান, শরিফ হোসেন, সোহাগ হোসেন, হোসে আলী টুকু,মিকাইল হোসেন, বাবলু সেন, বিশ্বজিত কুমার, বাসদেব কুমার, রাজ কুমার, শ্যামল কুমার, শিউলী আক্তার, বিউটি আক্তার, কোহিনুর, রেশমা আক্তার, সহ আরো উপস্থিত ছিলেন, অত্র "শার্শা পাইলট হাইস্কুল" এর ২০০০ সালের এসএসসি ব্যাচের অন্যান্য সকল বন্ধুগণেরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম