নিজস্ব প্রতিবেদক।। যশোরে এ্যাডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শবিবার সকাল ১০টার সময় যশোর গ্রান্ড দরবার সম্মেলন কক্ষে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্টানে ওয়েব ফাউন্ডেশন যশোর জেলা ওয়েব ফাউন্ডেশন এএনসি কমিটির সমন্বয়ক ও কেশবপুর দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ এর সভাপতিত্বে ও ক্রিশ্চিয়ান এইড,বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি,ওয়েব ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সমন্বয়কারী খালেদ হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কেশবপুর দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ বলেন ওয়েভ ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই একটি ন্যায্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার রূপকল্প নিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়া সরকারি-বেসরকারি সংস্থাসহ সকল স্থানীয় জনগোষ্ঠীর প্রতি আহ্বান,আসুন,পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাই। এর অংশ হিসেবে ২০০৩ সাল থেকে সাধারণ মানুষের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগের মাধ্যম হিসেবে একটি সামাজিক সংগঠন গড়ে তোলার উপলব্ধি থেকে স্থানীয় পর্যায়ে যথাক্রমে ইউনিয়ন,উপজেলা ও জেলা পর্যায়ে’ লোকমোর্চা’গঠনের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এসময় তিনি আরও বলেন,ইতিমধ্যে প্রকল্পের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সরকারি বিভিন্ন সেবা (স্বাস্থ্য,শিক্ষা,কৃষি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ইত্যাদি) প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সফলতা পেয়েছে বেশিরভাগ এলাকার এএনসি। স্থানীয় পর্যায়ে সরকারি সেবার বাস্তবায়ন বিষয়ক সামাজিক নিরীক্ষা পরিচালনা এবং এর ফলাফল নিয়ে জেলা পর্যায়ে’গণশুনানি’ আয়োজনের মাধ্যমে সরকারি সেবা প্রদানকারী সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা পালন করেছে তারা। স্থানীয় সরকারের বিভিন্ন কমিটিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের অর্ন্তভুক্তি ঘটেছে এএনসি সদস্যদের উদ্যোগে। এসবের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রাপ্তি ও উন্নয়নে ভূমিকা পালনের পাশাপাশি স্থানীয় সরকারি কর্তৃপক্ষ ও দপ্তরগুলোর কাছে প্রকল্পের অগ্রদূত হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এএনসি সদস্যরা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক মোঃ শাহজাহান নান্নু,শাহনাজ পারভিন,এএনসি কমিটি কেশবপুর উপজেলা শাখার মোঃ ইউছুপ আলী,শার্শা এএনসি কমিটির সভাপতি অধ্যাপক মোঃ কওছার আলী,যশোর এএনসি কমিটির সদর উপজেলার সাধারণ সম্পাদক চক্রবর্তী অখিল কুমার,শার্শা উপজেলা এএনসি কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমানসহ প্রমুখ।
এবিডি.কম/সিয়াম