আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন বিভিন্ন খেলোয়াড়রা, গৃহবন্দী, কর্মহীন, অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে প্রতিনিয়ত খাদ্য উপহার সামগ্রী বিতরণ করছেন যশোর জেলা পুলিশ,এবং পুলিশের নিজস্ব উদ্যোগে যশোর জেলার পুরুষ কাবাডি দলের সদস্যদের পাশে দাড়িয়েছেন যশোর জেলার মানবিক পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।
রবিবার ৩ মে দুপুর ১২ টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে যশোর জেলার পুরুষ কাবাডি দলের সদস্যদের মাঝে পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ যশোর,জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার,এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিরতণ করেন।এ সময় আমাদেরবাংলাদেশ. কমকে জানান, করোনাভাইরাসের মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি বলেও তিনি জানান।
যশোর জেলার মানবিক পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে তিনি জানান,করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, মানবতার সেবায় দুস্থ, অসহায় জনগণের সহযোগিতায় পুলিশের প্রধান কাজ। দুস্থ ও অসহায় জনগণের তালিকা ধরে ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছেন পুলিশের সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম