নিজস্ব সংবাদদাতা ।। বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া গ্রামের আবু বক্কর মোল্যা বাড়ীতে দুর্ধষ্য চুরির ঘটনায় কুখ্যাত চোর চক্রের সদস্য রাহুল-কে মাগুরা জেলার শালিখা থানার আড়পাড়া থেকে আটক করছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এলআই-সি টিম।
বুধবার (৪রা অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার) এসময় তিনি বলেন,আবু বক্কর মোল্যা বাদী হয়ে বাঘারপাড়া থানায় গত ১৯/৩/২৩ তারিখে একটি মামলা দায়ের করেন মামলা নং-০৯,-ধারা ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে মাগুরা জেলার শালিখা থানার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত চোর চক্রের সদস্য রাহুল-কে আটক করা হয়েছে। এসময় মাগুরা সদর থানার একটি দোকানে বন্ধক রাখা চোরাই স্বর্ণ ১ ভরি ১১ আনা ১ রতি ৭ পয়েন্ট উদ্ধার করা হয়েছে।
যশোর জেলার ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন ও সাদ্দাম হোসেন এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত চোর চক্রের সদস্য রাহুল-কে আটক করেছে।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার) এর কাছে জানতে চাইলে তিনি বলেন,জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার) পিপিএম স্যার এর নির্দেশে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এসময় তিনি বলেন বাংলাদেশ পুলিশের শপথ- দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর,যশোর জেলা পুলিশ"
আমাদেরবাংলাদেশ/ডটকম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম