নিজস্ব সংবাদদাতা ।। যশোর জেলার কোতয়ালী মডেল থানার ধর্মতলা কারবালা কবরস্থান এলাকা থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন-কে আটক করছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার) এসময় তিনি বলেন,মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের সময় কোতয়ালী মডেল থানার ধর্মতলা কারবালা কবরস্থান এলাকা থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) মোঃ সরোয়ার শেখ (৫৪), পিতা-মোঃ ওমর আলী শেখ,গ্রাম শেখহাটি (শেখপাড়া), থানা-নড়াইল সদর,জেলা-নড়াইল।
যশোর জেলার (উত্তর) ডিবি পুলিশের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুর ইসলাম, এসআই(নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই(নিঃ) সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ আজ দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার ধর্মতলা কারবালা কবরস্থান এলাকা থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সরোয়ার শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার) পিপিএম স্যার এর নির্দেশে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এসময় তিনি আরও বলেন বাংলাদেশ পুলিশের শপথ- দেশের মানুষকে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর,যশোর জেলা পুলিশ”
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম