নিজস্ব প্রতিবেদক।। অভয়নগর থানায় গত ১২/০৫/২০১২ তারিখে পেনাল মামলার আসামী ঢাকা জেলার সাভার থানার নিমেরটেক এলাকা থেকে আটক করেছে যশোর জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৫ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার,পিপিএম (বার)। এসময় তিনি বলেন ১২/৫/১২ তারিখে অভয়নগর থানায় একটি মামলা হয়,মামলা নং-১০ তারি সূত্র ধরে গতকাল বিকার ৫টার সময় ঢাকা জেলার সাভার থানার নিমেরটেক এলাকা থেকে তাহাকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন,সোলায়মান মোল্লা ওরফে জুয়েল (২৮), পিতা-মোঃ শাহজাহান মোল্লা,গ্রাম -জামিরা,থানা-ফুলতলা,জেলা-খুলনা।
যশোর জেলার ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান ও এসআই মফিজুল ইসলাম পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানার নিমেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে (১) সোলায়মান মোল্লা ওরফে জুয়েল (২৮)কে আটক করা হয়।
এসময় এসআই মফিজুল ইসলাম পিপিএম বলেন,রকিবুল ইসলামে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির প্রতিবাদ করার কারনে,মংসব্যবসায়ী সুব্রত মন্ডলকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,ধৃত ও পলাতক আসামীগণ সংঘবদ্ধ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংঘটন নিউ কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য। তারা খুলনা ফুলতলার শিমুল ভুইয়ার নির্দেশে দত্তপাতি সাইফুল আলম মেম্বার এর নেতৃত্বে এলাকায় কাজ করে।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জন্য রকিবুল ইসলাম,সুব্রত মণ্ডল-কে হত্যা করে এছাড়া এর সঙ্গে জড়িত অন্যান্য চরমপন্থি সংগঠনের সদস্য তাদের-কে গ্রেফতারের চেষ্টা চলছে এছাড়া গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং উক্ত হত্যার সঙ্গে ঘটনায় আরোও যারা জড়িত আছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
এছাড়া যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম এর নির্দেশে হত্যা নারী-নির্যাতন,মাদক ব্যবসাসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু