নিজস্ব প্রতিবেদক ।। শার্শা থানার নাভারণ বাজারে তালেব প্লাজা ও কেশবপুর থানার ত্রিমোহনী শ্বশাসঘাট এলাকা থেকে পৃথক অভিযানে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় ২টি মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন-কে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার) পিপিএম।এসময় তিনি বলেন,গত ২৫-০৩-২৩ তারিখে শার্শা থানায় মো: হাফিজুর রহমান বাদি হয়ে একটি লিখিত অভিযোগ করেন ও কেশবপুর থানায় মনিরুজ্জামান বাদি হয়ে একটি লিখিত অভিযোগ করেন তারই সূত্র ধরে যশোর খোলাডাঙ্গা এলাকা ও কেশবপুর থানার মঙ্গলকোট ও টিটা বাজিতপুর এলাকা থেকে ২টি মোটরসাইকেলসহ ৩জন-কে আটক করা হয়েছে।এছাড়া আটক আসামীদের-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা পরস্পর যোগসাজসে যশোর ও আশপাশ জেলায় মোটরসাইকেল চুরি করে বিভিন্ন ব্যক্তির নিকট ক্রয়/বিক্রয় করে এবং গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১৬টির বেশী চুরি ও মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান।
আটককৃত আসামি হলেন ১। মোহাম্মদ আলী (৪৫), পিতা- মৃত আঃ মজিদ গাজী,গ্রাম-বংশিপুর,থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। ২। মোঃ মিজানুর রহমান (২৬),পিতা-মোঃ আঃ সামাদ শেখ,গ্রাম-মঙ্গলকোট,থানা-কেশবপুর, জেলা-যশোর।৩। মোঃ মজিবর সরদার (৩৬),পিতা-ইনসার আলী সরদার,গ্রাম-টিটা বাজিতপুর,থানা-কেশবপুর,জেলা-যশোর।
যশোর জেলার ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম,পিপিএম এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর খোলাডাঙ্গা এলাকা ও কেশবপুর থানার মঙ্গলকোট ও টিটা বাজিতপুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১টি এপাচি ১৫০ সিসি মোটরসাইকেল, যার প্লেট নং যশোর-ল-১২-২০১৬ ও ১টি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল,যার প্লেট নং যশোর-হ-২০- ৬০২২ মোট দুইটি মোটরসাইকেলসহ ৩ জন-কে আটক করা হয়।
উক্ত বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার) পিপিএম স্যার এর নির্দেশে মোটরসাইকেল চুরির সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মোটরসাইকেল চুরির ঘটনা সংক্রান্তে পৃথক থানায় ১৪-৪-২৩ তারিখে তাদের নামে দুটি মামলা করে শার্শা ও কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম