ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক:
যশোর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম (পিপিএম) কে গত ডিসেম্বর মাসে দায়িত্ব পালনে ব্যাপক সফলতা অর্জন করায়, যশোর পুলিশ সুপারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সূত্রে জানাযায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে যশোর ডিবি পুলিশের এস,আই মফিজুল ইসলাম (পিপিএম) মনিরামপুর থানাধীন অভিযান পরিচালনা করে ৪ চরমপন্থী সদস্যকে অবৈধ অস্ত্র,
বোমা তৈরীর ২ কেজি বিস্ফোরক দ্রব্য, সুতলী বোমা উদ্ধারসহ আটক করতে সক্ষম হয়।
দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এই বিশেষ ভুমিকা পালন করায় গতকাল সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রি:) তারিখে অনুষ্ঠিত জেলা পুলিশের ২০২৩ সালের শেষ মাসিক কল্যাণ সভায় এসআই মফিজুল ইসলাম (পিপিএম) কে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বার, পিপিএম, পুলিশ সুপার, যশোর।
পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন, পিবিআই ও সিআইডির পুলিশ সুপারসহ জেলার অন্যান্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার পেয়ে এসআই মফিজুল ইসলাম (পিপিএম) জানান, যেকোন ভাল কাজের স্বীকৃতি ও পুরস্কার কর্মস্পৃহাকে বৃদ্ধি করে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম