বেনাপোল(যশোর) সংবাদদাতা।। যশোরের বেনাপোল স্থল বন্দরের আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাকে চোরাকারবারী চলছে। ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যবাহি গাড়িতে ভারতীয় ঔষুধ, মদ,গাজা, ফেন্সিডিল, শাড়ি থ্রিপিছ, মোবাইল ও ঔষধ সামগ্রী আসছে।
অপরদিকে বাংলাদেশ থেকে স্বর্ণ ডলার ও ইলিশ মাছ রপ্তানি পণ্যবাহী গাড়িতে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুর ৩ টার সময় বাংলাদেশী রপ্তানি পণ্যবাহী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৫-২৭১৭ নং গাড়িতে ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় বিজিবি ১০ কেজি মাছ আটক করে।
এই ভাবে প্রায় বাংলাদেশ থেকে রপ্তানি প্রতি গাড়িতে ১০ কেজি ১৫ কেজি করে ভারতে মাছ যায়। প্রতিদিনি এক থেকে দেড়শ গাড়ি ভারতে প্রবেশ করে। এর মধ্যে অনেক গাড়িতে এসব ইলিশ মাছ কৌশলে পাচার করে থাকে চোরাকারবারিরা।
অপরদিকে ভারত থেকে আমদানীকৃত পণ্য ট্রাক বাংলাদেশে প্রবেশ করে সে ট্রাকের কেবিনে অবৈধ ধরনের পন্য আসে।
মাঝে মধ্যে এর দুই একটি চালান ধরা পড়লেও বেশীর ভাগ পাচার হয়ে যাচ্ছে। সম্প্রতি ভারত থেকে ঔষধ আনার সময় বিএসএফ বাংলাদেশী তবিবার রহমান গেটে নামে একজনকে ট্রাক সহ আটক করে নিয়ে যায় নিজ দেশে।
মাছ আটকের বিষয় জানতে চাইলে বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বলেন মাছগুলি এতিম খানায় দেওয়া হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম