বেনাপোল প্রতিনিধি ঃ যশোর বেনাপোল রঘুনাথপুর সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে সাইদুর রহমান (৩০)নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।সে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত্যু নুর ইসলামের ছেলে ।
জানা যায় বিএসএফ এর গুলিতে আহত সাইদুর রহমান একজন মানব পাচারকারী সে মঙ্গলবার ভোরে একদল নারী-পুরুষ নিয়ে রঘুনাথপুর সীমান্তের মাঠ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তার উপর গুলি করেন।গুলি তার হাতে ও পিঠে লেগেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
গুলি লাগার পর তার সাথে থাকা অন্যপাচার কারীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। বর্তমানে সে যশোর ২৫০ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান বিএসএফের গুলিতে রঘুনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে সাইদুর রহমান আহত হয়েছেন। তাকে আশংকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন জানান,এলাকাবাসীর মাধ্যমে মঙ্গলবার ভোরে জানতে পারি সাইদুর রহমান নামে এক ব্যক্তি বিএসএফের গুলিতে আহত হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে খোঁজ নিয়ে জানাযায় তার বাড়ি রঘুনাথপুর।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম