মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (২৯ জুলাই) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা চৌধুরী ইট ভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ফরহাদ বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়া গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফরহাদকে আটক করে। এসময় তার কোমরে বাধা অবস্থায় ৩০ টি নীল রঙের পলি প্যাকে মোড়ানো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।
আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম