বেনাপোল প্রতিনিধিঃ যশোর বেনাপোল দৌলতপুর সীমান্তে শনিবার ভোরে ১০৪ বোতল ফেন্সিডিল সহ পিংকি খাতুন (২৭)ও মাসুম (১৯ )নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা।
আটক পিংকি খাতুন বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মিন্টুর স্ত্রী ও মাসুম একই গ্রামের আকমল হোসেন এর ছেলে।তারা দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেনসিডিল এনে বাংলাদেশে বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকে বলে একাধিক সূত্র জানিয়েছেন ।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিল এনে আটক আসামীদের বাড়ি মজুত করেছে।
এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১০৪ ফেনসিডিল সহ পিংকি খাতুন ও মাসুম কে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম