নিজস্ব সংবাদদাতা।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫(মনিরামপুর থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে মনিরামপুরের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোস্তফা বনি।
সোমবার (২৭ নভেম্বর) ঢাকার রাজধানীর এক অনুষ্ঠানে যোগদান করে এই ঘোষণা দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোস্তফা বনি। এসময় তিনি বলেন,আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে যশোর-৫ (মনিরামপুর) থেকে অংশ নেব।
এ সময় সাবেক মেজর মোস্তফা বনি,বলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা আমাকে যশোর-৫ আসনের মনিরামপুরে মনোনীত করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তফা বনি বলেন, আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে রাজনীতি আমার কাছে এবাদত,মানুষের কল্যাণের আমানত। মণিরামপুর এর রাজনীতি আজ দুর্নীতিগ্রস্ত কলুষিত। মণিরামপুর এর রাজনীতিকে দুর্নীতি মুক্ত করতে জিহাদের ঘোষণা দিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।
এবিডি.কম/রাজু