আমাদেরবাংলাদেশ ডেস্কঃ সব বয়সী পাঠকের কাছে সমান জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’। ‘বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত, দুঃসাহসী স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে। এবার এই দুর্ধর্ষ স্পাইকে নিয়ে বিশাল বাজেটের চলচ্চিত্র নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়া।
মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। ছবির বাজেট ৮৩ কোটি টাকা। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবিটি দুটি ভাষায় তৈরি হবে—বাংলা আর ইংরেজিতে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়। সারা বিশ্বে একযোগে ইংরেজি ভাষায় ছবিটি মুক্তি পাবে।
আর এতে মাসুদ রানা হিসেবে পর্দায় আসছেন ‘ঢাকা অ্যাটাক’ তারকা এবিএম সুমন।
তিনি গত সপ্তাহে ছবিটির জন্য জাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া একই দিন চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, ও জাহিদ হোসেন শোভন।
বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আরেকটি সূত্র জানায়, আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জান্নাতুল পিয়া ও সাঞ্জ জন।
প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমউল্লাহ খোকন বলেন, ‘আগামী মাসের ৭ তারিখ থেকে আমাদের শুটিং শুরু হবে। প্রায় সব শিল্পীর সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে। বেশিরভাগই বাংলাদেশি তারকা।’
জাজ মাল্টিমিডিয়া জানায়, ছবিতে ভিলেন হিসেবে থাকবেন খালি। ছবির কেন্দ্রীয় চরিত্রগুলো হলো- মাসুদ রানা, রুপা, সুলতা, কবির চৌধুরী ও রাহাত খান। ছবির সহ-প্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।
‘মাসুদ রানা’ সিরিজ চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের পরিচালক আসিফ আকবর। ছবিটির চরিত্রের জন্য আরও কিছু তারকাকে নিশ্চিত করা হয়েছে। হলিউডসহ এতে থাকছেন বিশ্বের আলোচিত কিছু তারকা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম