আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশকে ফাইজারের আরো ৬০ লাখ ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের দেওয়া মোট টিকার পরিমাণ সাড়ে চার কোটি ছাড়াল।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরো ৬০ লাখ ডোজ কভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। আমেরিকান জনগণের পক্ষ থেকে দেওয়া ফাইজার টিকার সর্বশেষ এই অনুদানের ফলে বাংলাদেশকে এযাবতকালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মোট টিকা উপহারের সংখ্যা সাড়ে চার কোটি ডোজ ছাড়াল এবং আরো লাখ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার পথে রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন,যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে টিকা অনুদানের একাধিক চালান পাঠানোর মাধ্যমে যতো বেশি সম্ভব বাংলাদেশি নাগরিকদের টিকা দেওয়া এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে জীবনরক্ষাকারী টিকা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে। যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ এই অনুদান বাংলাদেশকে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় টিকাদান কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখতে এবং ঝুঁকিপূর্ণ নাগরিকদের বুস্টার ডোজ প্রদানে সহায়তা করবে।
বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্র সরকারের কভিড-১৯ সহায়তা ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকা ছড়িয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু