আর্ন্তজাতিক ডেস্ক।। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি যেকোনো হঠকারি পদক্ষেপের পরিণতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছেন।
সিরিয়ার আকাশে ইরানের যাত্রীবাহী বিমানকে হয়রানির প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ইরানবিরোধী কোন পদক্ষেপই বিনা জবাবে ছাড় পাবে না। এ ধরনের পদক্ষেপের পেছনে আমেরিকাই থাকুক আর ইসরাইলই থাকুক, কেউ পার পাবে না। ইরানের বিরুদ্ধে বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব দেওয়া হবেই।
তিনি এক টুইটার বার্তায় এসব কথা বলেছেন।
গত শুক্রবার তেহরান থেকে ইরানের 'মাহান' এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়ন করে সিরিয়া হয়ে লেবাননের রাজধানী বৈরুতে যাওয়ার পথে মার্কিন জঙ্গিবিমানের বাধার মুখে পড়ে। সিরিয়ার আল-তানফ অঞ্চলে মার্কিন জঙ্গিবিমান ইরানি যাত্রীবাহী বিমানকে হয়রানি করে। যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে বিপজ্জনক তৎপরতা চালায়।
এরপর যাত্রীবাহী বিমান তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়, বিমানের ভেতরে সৃষ্টি হয় ভয়ানক পরিস্থিতি। এর ফলে অনেক যাত্রীই আহত হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম