যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইবি উপাচার্য
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
-
৮৭
বার দেখা হয়েছে

ইবি প্রতিনিধি।।
নর্থ ওয়েস্টার্ন প্রিৎজকার স্কুল অফ ল’ এর ব্লুম লিগ্যাল ক্লিনিক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। আগামী ১০ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।
বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় টার্কিজ এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
উপাচার্যের সফরসঙ্গী হিসাবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক ও জ্যুরিস্টিক ক্লিনিকের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও তিনি পারস্পরিক সহযোগিতা বিষয়ক আলোচনা এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।
উল্লেখ্য, ব্লুম লিগ্যাল ক্লিনিকটি যুক্তরাষ্ট্রের অন্যতম কার্যকর ক্লিনিকাল প্রোগ্রাম হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত যেখানে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী হাতে-কলমে আইনী শিক্ষা লাভ করেন।
উপাচার্যের এ সফর নর্থ ওয়েস্টার্ন প্রিৎজকার স্কুল অফ ল’ এবং ইবির মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে এবং ইবির আইন শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media