আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।
স্থানীয় সময় রোববার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফ্রেসনো শহরের এক পারিবারিক জমায়েতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনবিসি জানায়, ঘটনার সময় পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা বাড়ির আঙ্গিনায় ফুটবল খেলা দেখছিল। এসময়, এক বা একাধিক ব্যক্তি অতর্কিত বন্দুক হামলা চালায়। এতে ১০ জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।
এদিকে, হামলায় জড়িত সন্দেহভাজন কাউকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।