আমাদেরবাংলাদেশ ডেস্ক: যুবলীগ নেতাদের ছবি সম্পাদন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় থানায় সাধারন ডায়রী করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় সাধারন ডায়রিটি দায়ের করেন নজরুল ইসলাম সরকার নামের এক যুবলীগ কর্মী। জানা যায়, চলতি বছরের ১৯ আগস্ট রাতে জন্মদিনের এক অনুষ্ঠানের দাওয়াতে আসেন কাজী আনিসুর রহমান ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবীর হোসেন সরকার।
এসময় ওই বাসায় সোফায় বসা আহ্বায়ক একটি ছবি ধারন করা হয়। এর পরের দিন ওই ছবিটি নজরুল ইসলাম সরকারর ফেইসবুকের ভেরিফাই আইডি থেকে পোস্ট দেয়া হয়। তার আইডি থেকে ওই ছবিটি কপি করে সম্পাদনের পর দুইজনের মধ্যখানে টাকার বান্ডিল বসিয়ে গত ২৪ অক্টোবর রাত ৯.২০ ঘটিকার সময় সম্রাট ও রাজিব মাহমুদ নামের দুই জনের ফেইসবুক আইডি থেকে পোস্ট দেয়া হয়।
সম্পাদনকৃত ছবিটি নজরুল ইসলামের দৃষ্টি গোচর হওয়ার পরই তিনি আশুলিয়া থানায় এই মর্মে একটি সাধারন ডায়রি ( নং-২o৬১, তাং-২৪/১০/১৯) দায়ের করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বলেন, ছবি সম্পাদন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ার বিষয়ে সাধারণ ডায়রির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম