আমাদেরবাংলাদেশ ডেক্স ঃ আশুলিয়ায় থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (৭ আগস্ট) ভোরে আশুলিয়া থানায় জনৈক বজলুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম যুবলীগ নেতা কবির সরকারসহ মোট ১৩ জনের নামে মামলা করে।
তবে কবির সরকারের প্রতিপক্ষ তাকে ঘায়েল ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে এহেন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেছেন যুবলীগ নেতাকর্মীরা। এ মামলার ঘটনায় নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেন, স্থানীয় একটি কারখানার ঝুট ব্যবসার টাকা বন্টন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে আমাদের নেতা কবির সরকার উপস্থিত ছিলেন না। কিন্তু সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আর থানা পুলিশের রহস্যজনকভাবে তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে মামলাটি গ্রহণ করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ।
এজন্য নেতাকর্মীরা কবির সরকারের বিরুদ্ধে এহেন মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ সহ অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবী জানান।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার নীট এশিয়া কারখানার ঝুট ব্যবসার টাকা বন্টন নিয়ে ব্যাবসায়ী দু'পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হয় ঝুট ব্যবসায়ী বজলুর রহমানসহ দুইজন। এছাড়া উভয়পক্ষের আরো কমপক্ষে ৮ জন আহত হয়। পরে বুধবার (৭ আগস্ট) ভোরে যুবলীগ নেতা কবির সরকারসহ ১৩ জনের নামে মামলা করে সংঘর্ষে আহত বজলুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম।
এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুরে বুড়িপাড়া এলাকায় নীট এশিয়া গার্মেন্টস এ দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছিলো ওই এলাকার বজলুর রহমান । পরে গত মঙ্গলবার বিকেলে বজলুর রহমান ওই গার্মেন্টস এ ট্রাক নিয়ে ঝুট বের করতে যান। এসময় যুবলীগের থানা আহবায়কসহ তার লোকজন
লাঠি সোটা নিয়ে ঝুট বের করতে বাধা দেয় এবং তাদের কাছে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা লোহার রড, লাঠি, রামদা, চাপাটি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় ঝুট ব্যবসায়ী বজলুর বেপারী (৪০) ও তার ভাই মজনু বেপারীসহ কয়েকজনকে মারধর করে আহত করা হয়।
মামলার ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকার বলেন, একটি কুচক্রীমহল কুুুুস্বার্থ হাসিলের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। ঝুট ব্যবসা সংক্রান্ত কোন সংঘর্ষের কথা আমার জানা ছিলো না এবং কারো কাছে আমি বা আমার লোকজন চাঁদা দাবীও করে নাই । এ মামলাটি সম্পূর্ণ সাজানো এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই করা হয়েছে।
তিনি আরও জানান, আমি মঙ্গলবার (৬ আগস্ট) সারাদিন গাজীপুর কোর্টে ছিলাম। আজ বুধবার আমাকে একজন ফোন করে বলেন যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে।
তিনি বলেন, ঝুট ব্যবসায়ীদের ব্যবসার অভ্যন্তরীন কোন্দলে উদ্দেশ্য প্রনোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সাথে আমার কিংবা যুবলীগের কোন সম্পৃক্ততা নেই। এ মিথ্যা মামলার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে বজলুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, প্রতিদিনের মত ঝুট বের করতে কারখানায় যান তিনি। এসময় সোহেল মোল্লার লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম