আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রংপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর জেলার পুলিশ পরিদর্শক (সঃ) জনাব আব্দুল আজিজ এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২টার সময় রংপুর জেলা পুলিশের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মধুসূদন রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম পুলিশ সুপার রংপুর।
এসময় প্রধান অতিথি বিদায়ী পুলিশ পরিদর্শক ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি তার কর্মজীবনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় বিদায়ী পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন,রংপুর জেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন এবং দায়িত্ব পালন কালে তাকে সার্বিকভাবে সহায়তা করায় রংপুর জেলার সকল পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সকলকে দায়িত্ব পালনে অনুরোধের পাশাপাশি তার পরিবারের জন্য তিনি সকলের নিকট নিজের জন্য ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।
এসময় তুনি আরো বলেন পুলিশ সুপার রংপুর জেলায় যোগদান করে,পুলিশ সদস্যদের ওয়েলফেয়ারের বিষয়টি দেখভালের পাশাপাশি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিনয়ী ও সদালাপী এ পুলিশ কর্মকর্তা সম্প্রতি পুলিশ পরিদর্শক চাকুরি জীবনে সাফল্যের সাথে শেষ করার নিমিত্তে ধন্যবাদ জানান।
এছাড়া রংপুর জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব সিফাত-ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার, (বি-সার্কেল) রংপুর, জনাব মোঃ আরমান হোসেন পিপিএম,সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুর,জনাব মোঃ আঃ ওয়াহেদ (আরওআই) রিজার্ভ অফিস, রংপুর এবং জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজুু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম