রংপুর অফিস।। আজ (২২ অক্টবর) বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায়, এসআই ( নিঃ) শ্রী মনোরঞ্জন রায়,
এসআই( নিঃ) বাবুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ তৈবুর রহমান, কং/ ৮৩৯ আনছারুল ইসলাম, কং/৬৬৭ আজিজুল ইসলাম, কং/১১৬৫ সরোয়ার হোসেনসহ তাজহাট থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত থানাধীন ১৫ নং ওয়ার্ড আক্কেলপুর মৌজাস্থ আক্কেলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আসামী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ (৩৮)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম