এজাজ আহম্মেদ,রংপুর অফিস।। রংপুর নগরে হঠাৎ করেই আইডিয়াল মোড় থেকে ইসলামবাগ রাস্তায় ফাটল ধরে এবং রাস্তার সকল পানি এই ফাটল দিয়ে প্রবাহিত হতে থাকে। ঠিক কিছুদিন আগেই এই সড়কটি মেরামত করা হয় এবং এই ফাটলের ফলে রাস্তার প্রশস্ততা কমে গিয়ে আরো সংকীর্ণ হয়ে যায়।এর ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা লক্ষ্য করা যায় উক্ত সড়কটিতে।
উক্ত বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী ঐ এলাকার স্থানীয় বাসিন্দা কাউসার ইসলাম জানান,ঠিক কিছুদিন আগেই এই সড়কের কাজ শেষ করা হয়।আর বৃষ্টির পানিতে সড়কের অনেকাংশ প্রবাহিত হওয়ায়,রাস্তাটির মাঝে ফাটল ধরে।আর এই ফাটলের কারণেই এই সংকীর্ণ সড়কটি আরো বেশি সংকীর্ণ হয়ে যায়।
যার ফলে সচারাচর বাইসাইকেল,মোটর সাইকেল এবং রিক্সার দুর্ঘটনা লক্ষ্য করা যায় উক্ত সড়কটিতে।এই রকম একটি ঘন বসতি এলাকায় এই প্রধান সড়কটি এরকম বেহাল দশায় পড়ে থাকলে এলাকাবাসীকে বিভিন্নভাবে দুর্ভোগ পোহাতে হয়।তাই সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এলাকার সড়কটি সংস্কার করা হয়।
উক্ত বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান,রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে এরকম বিভিন্ন ধরনের জটিলতার খবর আমাদের কানে এসেছে এবং আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি।
কিন্তু উক্ত সড়কটির ব্যাপারে কোনো সঠিক তথ্য নিশ্চিত করতে পারেননি সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম