নিজস্ব প্রতিবেদক।। রংপুরে প্রেসক্লাবে সাংবাদিকদের ব্যবহারের জন্য দুটি কম্পিউটার সরঞ্জাম বিতরণ করেছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
শনিবার (২৬ জুলাই) দুপুরে রংপুর প্রেসক্লাবে তিনি কম্পিউটার বিতরণ করেন করেছেন।
এসময় পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন, সাংবাদিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সাংবাদিকদের দক্ষতার সাথে আরো স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি মাধ্যমে সাংবাদিকদের উন্নয়নে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুটি কম্পিউটার বিতরণ করা হয়েছে। সাংবাদিকদের উন্নয়নে এ কার্যক্রম রংপুর জেলা পুলিশের অব্যাহত থাকবে।
এ সময়আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার, (এসএএফ) রংপুর সহ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।