রংপুর অফিস।। রংপুরে ভয়াবহ বর্ষণে পানিবন্দি নগরবাসী যার ফরে মানুষের দুঃখ-দুর্দশা চরমে পৌঁছে গেছে।প্রবল বর্ষণে ফলে নগরীর সকল খাল-বিল,নদী-নালার পানি বৃদ্ধি পেয়েছে।এতে নগরীরতে ফের বন্যার আশংকা রয়েছে।
গত (২৬ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষটিতে রংপুর নগরীর সকল এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে দুর্দশা এবং হতাশায় ভুগছে জনসাধারন।
উক্ত বিষয়ে রংপুর নগরীর গনেশপুরের পানিবন্দি এলাকাবাসী জানান,রংপুর নগরীতে এখনো ড্রেনের কাজ ঠিকভাবে করা হয় নি ফলে এই ভোগান্তি।কারণ এক রাতের বৃষ্টিতে যদি রংপুর নগর তলিয়ে যেতে পারে তাহলে টানা কয়েকদিন বৃষ্টি হলে গোটা শহরটি পানির নিচে চলে যাবে।
অবশ্যই সিটি কর্পরেশনের ড্রেনের কাজে গাফিলতি রয়েছে।তানাহলে রাস্তাঘাটের জমাকৃত সম্পুর্ন পানি বৃষ্টি শেষে কেন নেমে আসে এলাকায় যদি সঠিক ভাবে ড্রেনের কাজ সম্পুর্ন করা হত তাহলে এমনটি হত না।ফলে বৃষ্টির পর তলিয়ে যায় এলাকাগুলো আর এই এলাকাগুলো তলিয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
পানিবন্দি হয়ে পড়ার ফলে তাদের রান্না, খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল প্রয়োজনীয় কাজ করকে খুবই অসুবিধা হয়ে পরেছে। যদি সঠিকভাবে ড্রেনের কাজ পরিপূর্ণভাবে করা হতো তাহলে বৃষ্টি থামার পর রাস্তার পানি গুলো সরাসরি এলাকায় নেমে না এসে ড্রেনে নেমে যেত।এতে করে এলাকাগুলো প্লাবিত হতো না এবং পানিবন্দি হয়ে পড়তে হত না এলাকাগুলো পাশাপাশি সাধারন মানুষের এই জনদুর্ভোগ গুলোও পোহাতে হতো না।
উক্ত বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে এরকম বিভিন্ন ধরনের জটিলতার খবর আমাদের কানে এসেছে এবং আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম