সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী।। ট্রলি উল্টে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মো. আসাদ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৭ মার্চ) বিকেল ৩টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রামের জসিমের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আসাদ চরবেষ্টিন গ্রামের নাসির খানের ছেলে পেশায় ট্রলি চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়ায় চালিত ট্রলি চালাতো আসাদ। ঘটনার দিন দুপুরে নিজেদের বাসায় ভাত খেয়ে খালি গাড়ি নিয়ে বের হন তিনি। এসময় জসিম মিয়ার বাজার সংলগ্ন এলাকায় ভাঙা রাস্তা পার হবার সময় ট্রলি উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম