অনলাইন ডেস্ক:
রাজধানীতে ভর্তি ও নিয়োগে পেশাদার প্রক্সি পরীক্ষা দেয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আতিকুল রহমান(২৫), সাইফ শিপন(২৪), মোঃ রাকিব ইসলাম(২৪), আমিনুল ইসলাম ওরফে সাগর(২২) ও রাফিউজ্জামান ওরফে রাজু(২৩)।
গ্রেফতারকৃতরা চার শিক্ষার্থীকে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে নেয় এবং তাদের এসএসসি, এইচএসসি’র মার্কশীট ও অন্যান্য কাগজপত্র নিয়ে নেয়। কিন্তু ভর্তি করাতে ব্যর্থ হলেও তারা টাকা ও কাগজপত্রগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং অতিরিক্ত টাকা দাবি করে।
বিষয়টি জানানো হলে, কৌশলে গুলশান থানা পুলিশ তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম