নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত দেড়টার দিকে পূর্ব রাজার বাগ শাপলা কানুন মোড় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মাসুদুর রহমান বলেন, তারা সবুজবাগ পূর্ব রাজার বাগ এলাকায় থাকেন। বাবার নাম গোলাম মুর্তজা। বুধবার রাত দেড়টার দিকে পূর্ব রাজার বাগ শাপলা কানুন মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মামুন আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মামুন হস্তশিল্প তৈরি ও ব্যবসা করতেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম