রাজনৈতিক প্রভাবের কারণেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। তবে, সরকার ধানের কম দাম নিয়ে চিন্তিত বলেও জানিয়েছেন তিনি।
চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বাজারে ধানের দাম কম। শুরু হয়নি সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান। খরচ জোগাতে ধান বিক্রি করলেও উৎপাদন খরচ উঠছে না কৃষকদের। ধানের কম দাম নিয়ে সরকার চিন্তিত উল্লেখ করে কৃষিমন্ত্রী জানিয়েছেন, ‘সমস্যা সমাধানে চাল রপ্তানির পরিকল্পনা চলছে। তবে, মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে আপাতত অভিযানেরও পরিকল্পনাও নেই।
কৃষিমন্ত্রী বলেন, ‘মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে কৃষকরা ধান চাষ করছে। কিন্তু তারাই ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। এজন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চিন্তাভাবনা করা হচ্ছে। সরকারও বিষয়টা নিয়ে চিন্তিত।’
এদিকে, জাতীয় কৃষক সমিতি, ভর্তুকি দিয়ে ধান কেনার দাবি জানিয়েছে। ধানের ন্যায্যমূল্যের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা। আজ বৃহস্পতিবার, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে ভর্তুকি দিয়ে ধান কেনার দাবি জানায় জাতীয় কৃষক সমিতি। সরকারের ঠিক করা দামে ধান কিনতে জরুরি ভিত্তিতে খোলা বাজার চালুরও দাবি জানান তারা।
ধানের ন্যায্যমূল্যের দাবিতে রংপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও নওগাঁয় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা। এ সময়, রাস্তায় ধান ফেলে বিক্ষোভ দেখান তারা। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়ে তারা বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত না হলে, আগামী বছর থেকে ধান চাষ করা বন্ধ থাকবে।