রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশায় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তাপস পালের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে পাংশা সরদার বাসষ্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে এ হামলার ঘটনার ঘটে। হামলাকারিরা এ সময় তার কাছে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তাপস।
হামলায় তাপস ও তার দুই ম্যানেজার মনিরুল ইসলাম ও সাজন রায় এবং আনসার নামে আরেকজন আহত হন। আহত তাপস একজন ব্যাবসায়ী এবং পাংশা পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। হামলায় আহত তাপস,ম্যানেজার মনিরুল ও সাজন পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ও আনসার ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জেরে এঘটনা ঘটেছে বলে এজাহার সূত্রে জানা যায়। এজাহার সূত্রে আরও জানা যায়, পাংশার মৈশালা ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ৯ টার দিকে মৈশালা পালপাড়া নিজ বাড়ির উদ্দেশ্যে যাবার পথে সরদার বাসষ্ট্যান্ড এ একটি চায়ের দোকানে চা খেতে যায় তাপস। এসময় এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাত ১৫/২০ জন এসে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাপস ও তার ম্যানেজার মনিরুলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তাপসের কাছে থাকা একটি কাপরের ব্যাগের ভিতর রাখা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নেয়ার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন,এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম