আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বারের সাবেক সাধারণ ও সম্পাদক অ্যাডভোকেট এম এ খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুর ২টায় রাজবাড়ী রেলওয়ে ময়দানে তার নামাজে জানাজা শেষে শহরের লক্ষীকোল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।গতকাল শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার বিআইএইচএসএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে এবং বহুগুনগ্রাহী নেতাকর্মী রেখে গেছেন। রাজবাড়ির মানুষের অতি পরিচিত প্রিয় মুখ রাজবাড়ি জেলা বিএনপি’র নেতা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সংস্কৃতিমনা সদা হাস্যজ্জ্বল মানুষ এডভোকেট এম এ খালেক।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো. লিয়াকত আলী জানান, জাতীয়তাবাদের এক উজ্জ্বল নক্ষত্র,রাজবাড়ী জেলা বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারি, বর্ষীয়ান রাজনীতিবিদ খালেক সাহেব বড় অসময়ে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। এ ব্যথা জেনো সইবার নয়।
হৃদয়ে গভীর রক্তক্ষরণ হচ্ছে। তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আমাদেরবাংলাদেশ/রিফাত