অনলাইন ডেস্ক:
হারলে টুর্নামেন্ট প্রায় শেষ। বড় ব্যবধানে জিতলে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা হবে কিছুটা বড়। এমন ম্যাচে রাজশাহী কিংসকে ৭৬ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে টিকে থাকল সিলেট সিক্সার্স।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে দলটি। জবাবে ১৮.২ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় রাজশাহী।
৯ ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে সিলেট। পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে থাকলেও কাজটা তাদের জন্য কঠিন। সামনের প্রত্যেকটি ম্যাচে ভালো করতে হবে। অন্যদিকে এই হারের পরও রাজশাহী পাঁচ নম্বরে আছে। ৯ ম্যাচে চার জয় তাদের।
অলক কাপালিকে অধিনায়ক করে খেলতে নামা সিলেটকে বড় সংগ্রহ এনে দেন লিটন দাস, জেসন রয় এবং আফিফ হোসেন। ওপেনে ১৩ বলে তিন চার, এক ছয়ে ২৪ করে যান লিটন। তিন নম্বরে রয় ২৮ বলে ৪২ রানের দারুণ একটি ইনিংস খেলেন। চারটি চার, দুটি ছয় হাঁকান তিনি।
মিডলঅর্ডারে আফিফ ২৯ বলে ২৮ রানের কার্যকরী একটি ইনিংস খেলেন। শেষ দিকে কাপালি ১৪ বলে ১৬ করে দলীয় সংগ্রহটাকে আরেকটু বাড়িয়ে নেন। তার সঙ্গে ১০ বলে ২৩ করে অপরাজিত থাকেন সোহেল তানভীর।
মোস্তাফিজ ৪৩ রান দিয়ে দুই উইকেট নেন। একটি করে উইকেট কামরুল ইসলাম, আরাফাত সানি, প্রসন্ন এবং ডেসকাটের।
জবাব দিতে নেমে রাজশাহী প্রথম ওভারেই ওপেনার লরি ইভান্সকে (১) হারায়। এরপর ফজলে মাহমুদ ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান ৪১ বলে ৫০ রান করেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান জাকির হাসানের, ১৬।
সোহেল তানভীর ১৭ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা। তিন উইকেট নেন মোহাম্মদ নওয়াজও। তিনি খরচ করেন ২২ রান। দুটি করে উইকেট তাসকিন এবং অলকের। সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তাসকিন ছাড়িয়ে গেছেন সাকিবকে। এখন পর্যন্ত সাকিবের উইকেট ১৭টি, তাসকিনের একটি বেশি।