লিয়াকত হোসেন রাজশাহী।।রাজশাহীর বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নের যাত্রাগাছি গ্রামের আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলমের শরিরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গেছে।
জানা যায় ঐ যুবকটি নারায়ণগঞ্জ থেকে কয়েকদিন আগেই বাড়িতে ফিরে এসেছেন।এ নিয়ে রাজশাহী জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ০২জন। সোমবার রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়।
ফলে তার পরীক্ষার রিপোর্টটি পজিটিভ আসে,এ বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
আক্রান্ত যুবকটি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল।তার আনুমানিক বয়স ২৬ বছর। রাজশাহী সিভিল সার্জন ডঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তার শরীরে আপাতত কোন করোনা ভাইরাসের উপসর্গ নেই। সর্দি জ্বর ও কাশি বা গলা ব্যথা ও নেই, তবে তিনি নারায়ণগঞ্জ থেকে ফেরার পর তার শরীরে প্রাথমিক উপসর্গ দেখা মেলে। জানা গেছে ১০এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রথম তার নমুনা সংগ্রহ করা হয়।
এবং পরে তা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়,এতে তার শরীরের নমুনা পরীক্ষায় করোনা রিপোর্ট পজেটিভ আসে।
রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবের রিপোর্ট পাওয়ার পর ওই গ্রামের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন এর সুপারিশ করা হয়। এবং তাকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিন্তু তার শরীরের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিভিল সার্জন ডাঃএনামুল হক বলেন রাজশাহীকে পুরোপুরি লকডাউন করা ছাড়া বিকল্প কোন পথ নেই আমাদের এখন। যারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন বিশেষ করে তাদের জন্য আমাদের উৎকণ্ঠা বেশি,আবার অনেকেই বাড়ি ফিরে আছেন আত্মগোপনে,উপসর্গ দেখা গেলেও তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না।কাজেই এই ভাইরাস নিয়ে ছলচাতুরি করা যাবে না।
প্রসঙ্গত এর আগে শনিবার ১২ই এপ্রিল রাজশাহী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বগুড়া পাড়ায় নারায়ণগঞ্জ ফেরত এক বাক্তির শরিরে প্রথম করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়।পুঠিয়া উপজেলায় প্রথম কোন আক্রান্ত রোগী পাওয়ার পর ওই রোগীর বাড়ি ও তার শ্বশুরবাড়ি সহ আশপাশের ৪৩টি পরিবারকে লক ডাউন করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম