রাজশাহী: নতুন বছরের প্রথম দিনই রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাট এলাকায় ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ঘন কুয়াশার কারণে মহাসড়কের পাশে ঝলমলিয়া কলাহাট এলাকায় বালুভর্তি একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
এসময় গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।