রাজশাহী বুর্যো:
রাজশাহীতে ডিবি পরিচয়ে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর শিরোইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিক্ষকের কৌশলে দুই পুলিশকে আটক করেন স্থানীয়রা।
আটককৃত দুই পুলিশ সদস্যরা হলেন- নগরীর চন্দ্রিমা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মোমেন ও কনস্টেবল মুর্ত্তুজা। ভুক্তভোগী আশরাফুল আলম রাজশাহী নগরীর ভবানীগঞ্জ সরকারি কলেজের শিক্ষক।
আশরাফুল আলম বলেন, ‘রাতে হাঁটতে বের হয়েছিলাম। শিরোইল এলাকার ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন রাস্তার পাশে দেখতে পেলাম দুইজন ব্যক্তি একটি মেয়েসহ দাঁড়িয়ে আছে। তারা হঠাৎ করে আমাকে ডাক দিয়ে বলে আমি নাকি তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বাজে মন্তব্য করেছি।
এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। আমি এত টাকা দিতে অস্বীকৃতি জানালে তখন তারা টাকার পরিমাণ কমিয়ে ১২ হাজার টাকা দিতে বলেন। টাকা দেওয়ার নাম করে কৌশলে আমি তাদের নগরীর ভদ্রা এলাকা মোড়ে নিয়ে আসি এবং আমার পরিচিত লোক দিয়ে তাদের আটক করে ফেলি।
অভিযুক্ত কনস্টেবল মুর্ত্তুজার কাছ থেকে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে বিষয়টি সেই রকম কিছু না। আমাদের কথা কেউ শুনতে চাইছে না।’ বিষয়টি কী রকম জানতে চাইলে তিনি চুপ ছিলেন। আরেকজন সবার অগোচরে ঘটনাস্থল ত্যাগ করেন।
চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘ ঘটনার সত্যতা পেলে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’