লিয়াকত রাজশাহী ব্যুরো।। গত সোমবার, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক(অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী এঁর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এঁর নেতৃত্বে রাজশাহী মহানগরীর চন্দিমা, শাহ মখদুম,পবা, ও বোয়ালিয়া মেট্রো থানাধীন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
সেই অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে পরিমাপে কারচুপির দায়ে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারায় ৭০,০০০/- জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়। তদারকিকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহায়তা প্রদান করেন, রাজশাহী আঞ্চলিক বিএসটিআই'র পরিদর্শক শাহ আলম খাঁন পলাশ।
উক্ত অভিযানে পুলিশ কমিশনার রাজশাহী এর নির্দেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকষ টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম