লিয়াকত হোসেন রাজশাহী : রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কাল শুক্রবার নানা কর্মসূচীর আয়োজন করেছে। এরমধ্যে দুপুর ২.৩০ টায় নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৩.০০ টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকেল ৪.০০ টায় শিশু একাডেমির মুক্ত মঞ্চে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত আমাদের ছোট রাসেল সোনা বই থেকে পাঠ করা হবে।
এছাড়াও শেখ রাসেলকে নিয়ে গল্প, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা জেলা প্রশাসক হামিদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের এবং সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম