লিয়াকত রাজশাহী প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণার করার প্রতিবাদে মানববন্ধন, রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্বলিত শিক্ষার্থী। আজ বুধবার সকাল ১০ থেকে ১১টা পযন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে এই প্রতিবাদ আন্দোলন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা দাবি করেন শাকিবকে ষঢ়যন্ত্রমূলক ভাবে আইসিসি কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
একশ্রেণীর মানুষের স্বার্থ হাসিলের জন্য এ কাজ করা হয়েছে। সাকিব-আল-হাসান আবারও ফিরিয়ে আনতে দাবি জানানো হয়। এছাড়াও শিক্ষার্থীরা আরও জানান কারো স্বার্থ হাসিলের জন্য এমন খেলোয়ারকে মাঠের বাইরে দেখতে চাননা এদেশবাসী। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন কে বোর্ড থেকে অপসারণ করতে হবে, সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্তের প্রতিবাদ জানানো হয় এই আন্দোলন থেকে।