লিয়াকত হোসেন রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে প্রতি আসনের বিপরীতে সাতজনেরও বেশি পরীক্ষার্থী অংশ নেবে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুয়েটে প্রথমর্বে আসন সংখ্যা ১ হাজার ২৩৫টি। এর বিপরীতে এবার ৯ হাজার ৬০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে। সে হিসেবে প্রতি আসনের জন্য সাতজনেরও বেশি শিক্ষার্থী পরীক্ষার মাধ্যমে মেধাযুদ্ধে নামবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ড. মোশাররফ জানান, ‘ক’ ও ‘খ’ এ দুটি গ্রুপে ১৪টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ৮ হাজার ২৮০ জন পরীক্ষার্থী অংশ নেবে। আর সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ‘খ’ গ্রুপের ৭৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে।
ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ নভেম্বর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, এবং ফটোকপি ভর্তি পরীক্ষার দুই কপি প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষার দিন হল পরিদর্শকের কাছে উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গোত্রের মোড়ল/হেডম্যান/গোত্রপ্রধানের দেওয়া সনদের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি দিতে হবে।
অন্যথায় ভর্তির প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। থাকলে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে রুয়েটের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, পরীক্ষা ভালো হবে।সংবাদ সম্মেলনে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল, উপ-পরিচালক মামুনুর রশীদ ও আবু সাঈদ, কেন্দ্রীয় ভান্ডারে ইনচার্জ শ্যাম দত্ত, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী হারুন-অর-রশীদ, জনসংযোগ দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফম মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম