লিয়াকত হোসেন রাজশাহী:সড়কের নতুন আইন পাশ হওয়ার পর থেকে বিআরটিএ অফিসে চলছে ড্রাইভিং লাইসেন্সের মহাউৎসব। দুরদুরান্ত থেকে ছুটে আসছে মানুষ লাইসেন্সের আবেদন করার জন্য। সাড়ী সাড়ী গাড়ীর লাইন প্রচুর মানুষের আনাগোনা যেন এক উৎসব মুখোর পরিবেশ, দীর্ঘ সময় টানা রোদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে থেকে তারা কাগজপত্র জমা দিতে পেরে অনেক খুশী, এক আনসার ভিডিপি সদস্য বলেন আমার চাকরি অবস্থায় এতগুলো লোক একসাথে দেখি নাই তাদের ভাষ্য অনুযায়ী একজন আবেদনকারীকে প্রশ্ন করা
হলে তিনি বলেন সরকার নির্ধারিত আইন করার ফলে আমরা ড্রাইভিং লাইসেন্স করতে বাধ্য হচ্ছি দীর্ঘদিন পর লাইসেন্স করতে কাগজ জমা দিতে পেরে আমরা আনন্দিত সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই রাস্তায় শৃঙ্খলা ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা। নিয়ম মেনে লাইসেন্স নিবো সড়কে ফিরবে চাঞ্চলতা সবাই আমরা সকল নিয়ম মেনে গাড়ি চালাবো এটাই আমাদের প্রত্যাশা বিআরটিএর কাছে আমাদের অনুরোধ তারা যেন সঠিক পন্থায় নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্সগুলো সরবরাহ করে এতে জনগণের দুর্ভোগ লাঘব হবে সেইসাথে সড়কে ফিরবে শৃঙ্খলা।
তাদের এক্টাই কথা ড্রাইভিং লাইসেন্স করব তারপরে নিয়ম মেনে আমরা গাড়ি চালাবো এক ট্রাকের ড্রাইভার বলেন কয়েক মাস আগে আমি একটি ড্রাইভিং লাইসেন্স করি কিন্তু দালালের খপ্পরে পড়ে দেখা যায় যে সেটা একটা জাল লাইসেন্স সার্জেন্ট দেখে সেটা ভেঙ্গে ফেলেছে এবং আমার নামে মামলা দিয়েছে এজন্য আমি নিজে হাতে লাইসেন্সের করার জন্য আবেদন পত্র জমা দিতে এসেছি বি,আর,টিএর কাছে আমার অনুরোধ আমি যেন সঠিক পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স পেতে পারি এটা আমি জোর দাবী জানাচ্ছি।
লাইসেন্স ছাড়া আমিও রাস্তায় আর গাড়ি চালাবো না সরকারের নিয়ম মেনে চলবো তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে আমাদের প্রত্যাশা সবাই যেন সঠিক পদ্ধতির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স পায়। সরকারের আইন কে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ যানায়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম