প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১১:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
রাণীশংকৈলে করোনা ঝুঁকিতে সাংবাদিক ও গ্রামপুলিশরা

রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাঠ পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিক ও গ্রামপুলিশরা । কোভিট-১৯ মোকাবেলায় ডাক্তারের পাশাপাশি পুলিশ সাংবাদিক সমাজ কর্মী সহ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন গ্রাম পুলিশরাও ।
সরকারিভাবে ইতিপূর্বে ডাক্তার ও পুলিশের সুরক্ষার কথা নিশ্চিত করে পিপীই সহ নানান ধরনের সরকারি ব্যবস্থা গ্রহণ করা হলেও সাংবাদিক ও গ্রামপুলিশের কথা কেউ ভাবছে না এখনো । বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে দিন রাত অবিরাম ভাবে পরিশ্রম করছেন একদল গ্রামপুলিশ, পুলিশের পাশাপাশি তারাও সরকারের নির্দেশনা মোতাবেক লোকজনদের সচেতন করতে বাড়ি বাড়ি হাটবাজারে সতর্ক করতে ছুটছেন ।
সরকারি ত্রাণ বিতরণ সহ যাবতীয় কাজ করতে ইউনিয়নের প্রত্যেকটি কর্মকান্ডে অংশগ্রহণ করছেন তারা । এদিকে সাংবাদিকরাও পিছিয়ে নেই তথ্যসংগ্রহের কাজে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারা , সাথেও নেই সুরক্ষা পোষাক নেই সরকারি কোন সহযোগিতা এভাবেই দিন রাত অবিরাম ছুটে চলা তাদের , সরকার বা কেউই ভাবছেননা তাদের কথা । করোনা ভাইরাস মোকাবেলায় এমন যোদ্ধাদের সুরক্ষার কথা সরকারকে ভাবা অতি জরুরী মনে করেন সমাজের অনেক সুশীলরা ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম