রাণীশংকৈলে স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা শুরু
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
-
৭৫
বার দেখা হয়েছে

হুমায়ুন কবির, রাণীশংকৈলে (ঠাকুরগাঁও)।। প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৩ নভেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং কমিনিউটি ক্লিনিকের পরিচালনায় স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এদিন উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচির, সকল ইউপি সদস্য, কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, ট্রেইনার ডাঃ ফিরোজ আলম, আব্দুল্লাহ আল মুনিম ও প্রশিক্ষণ প্রতিনিধিবৃন্দ।
প্রসঙ্গত: উপজেলার প্রতিটি কমিনিউটি ক্লিনিকের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নকে নিয়ে এ প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা করা হবে মর্মে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি
Please Share This Post in Your Social Media