রাণীশংকৈলে ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
-
৬৭
বার দেখা হয়েছে

হুমায়ুন কবির,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের টি এন্টি রোড থেকে ২২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ৯০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ আলী (২৮) ও জালাল উদ্দিন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ফিরোজ হরিপুর উপজেলার মারাধার ( মন্নাটলী ) গ্রামের মোকসেদ আলী ছেলে এবং জালাল একই হরমুজ আলীর ছেলে ।
থানা সূত্রেমতে ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে এস আই খাজিমউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স টি এন্টি সংলগ্ন বিপ্লবের বিথী তুলা ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে ঐ দুই মাদক ব্যবসায়ীকে ৯০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ আরো জানায় ঐ দুই মাদক ব্যবসায়ী মাদক পাচারের জন্য ঢাকার উদ্দেশে নাইট কোচ ধরার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল।এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন
আসামীদেরকে আগামীকাল ২৩ ডিসেম্বর বুধবার জেলা জেল হাজতে পাঠানো হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media