প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২০, ৯:০৯ পূর্বাহ্ণ
রাতের আধারে গাছ কেটে দিলো সন্ত্রাসীরা

কক্সবাজার সংবাদদাতা।। এটা কেমন শত্রুতা আর কেমনই বা প্রতিশোধ।কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী ছৈয়দ আহমদ নামের এক ব্যক্তির জমিতে লাগানো সুপারী,আম,কলা গাছ ভোরে কেটে সাবাড় করেছে চিহ্নিত সন্ত্রাসীরা।সোমবার(২৫ফেব্রুয়ারী)দুপুরে দিকে সরেজমিনে ওই বাগানে গেলে দেখা যায়। পুরো ত্রিশ শতক জমিতে বড় বড় গাছগুলি সব কেটে ফেলে রেখেছে সন্ত্রাসীরা।
সোমবার(২৪ফেব্রুয়ারী)দিবাগত রাত ভোর সকাল পাঁচটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণশিলখালী গ্রামের সন্ত্রাসী বদি আলম ও আব্দুল্লাহ কায়ছার বাহিনী স্হানীয় ছৈয়দ আহমদের বাগানের প্রায় সুপারী,আম,কলা গাছ কেটে দেয়।
স্থানীয়রা বলছেন,সুপারী,আম,কলা বাগান এভাবেই ভোরে কেটে সাবাড় করছে আব্দুল্লাহ কায়ছার ও বদি আলমের বাহিনীরা।রাতের আধারে চিহ্নিত সন্ত্রাসী দক্ষিণ শিলখালীর মৃত শফিকুর রহমানের ছেলে মমতাজ আহমদ,শহর মুল্লুের ছেলে ফরিদ হোসেন,এরশাদুর রহমান প্রকাশ জাপ্পুর আলীর ছেলে বদি আলম,মমতাজ আহমদের ছেলে চট্টগ্রামে নাশকতা মামলার আসামি আব্দুল্লাহ কায়ছার,রফিক আলম,ফায়সাল ইকবাল,জাপ্পুর আলীর ছেলে ইয়াবা মিজানরা বাগানে ঢুকে গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে।
ছৈয়দ আহমদের ছেলে সেলিম কায়ছার বলেন,বাগানটি আমাদের বাড়ী থেকে একটু দুরে।ভোরে বাগানটির প্রায় গাছ গুলো বদি আলম ও আব্দুল্লাহ কায়ছার বাহিনী কেটে দিয়েছে শুনে সকাল আটটার দিকে আমি ও আমার মা খবর শুনে বাগান দেখতে গেলে সন্ত্রাসীরা আমার হাতে থাকা বাঁইশ হাজার টাকা দামের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে রড দিয়ে মেরে মারাত্মক জখম করে ও সাথে থাকা পঞ্চাশ হাজার তিন শত টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত সন্ত্রাসীরা।এই ঘটনায় আমার মাকে বাদী করে শামলাপুর পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করেছি এবং মামলা করবে বলেও জানান তিনি।অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।সরেজমিনে পরিদর্শনে বেশ কয়েকজনের বলেন, সুপারী,আম,কলা গাছ রাতের আধারে কেটে দিয়েছে সন্ত্রাসীরা।এটা খুবই অমানবিক।এবং ক্ষোভও প্রকাশ করেন তারা।
এই বিষয়ে জানতে চাইলে বদি আলমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শামলাপুর পুলিশ ফাঁড়ির আইসি লিয়াকত আলী বলেন,বিষয়টি অভিযোগ হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে।ঘটনাটি খুবই ন্যাক্কারজনক।অভিযোগ পাওয়ার ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছি।তদন্ত করে বিষয়টির ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম