আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিমান তখনও রানওয়ে ছাড়েনি। ওড়ার আগে দ্রুত গতিতে রানওয়ে ধরে ছুটে চলেছে। তখনই ঘটল ভয়াবহ ঘটনা। আগুন লেগে গেল বিমানের চাকায়।মুহূর্তে খুলে পড়ে যায়চাকাটি।সেই অবস্থাতেই আকাশে উড়ে যায় বিমানটি।সঙ্গে সঙ্গে খবর যায় বিমানের পাইলটের কাছে। তারপর উপস্থিত বুদ্ধি খাটিয়ে বিমান ও বিমানের যাত্রীদের বাঁচিয়ে নেন পাইলট।
বার্তা সংস্থা আনন্দবাজার জানায়, কানাডার মন্ট্রিয়ল থেকে বাগোটভিলের উদ্দেশে যাচ্ছিল জ্যাজ অ্যাভিয়েশনের ‘দ্য ড্যাশ ৮-৩০০’ উড়ান। বিমানের জানালা দিয়ে তোলা এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়ে ঘটনাটি। ভিডিয়োটি টুইটারে পোস্ট করা হয় গত শনিবার। সেখানে দেখা যাচ্ছে, রানওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় বিমানের একটি চাকায় আগুন জ্বলছে। রানওয়ে ছাড়ার সঙ্গে সঙ্গেই চাকাটি খসে পড়ে যায়।
পাইলট বিমানবন্দরের উপর আকাশেই চক্কর কাটতে থাকেন জ্বালানী প্রায় শেষ না হওয়া পর্যন্ত। এরপর অবতরণ করে বিমানটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানটিকে আর কোনও বড় দুর্ঘটনার কবলে পড়তে হয়নি। বিমানকর্মী সহ ৫২ যাত্রীই সুস্থ নিরাপদে নেমেছেন।
জ্যাজ অ্যাভিয়েশন কর্তৃপক্ষ দাবি করেছেন, এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে তাদের পাইলটদের উপযুক্ত প্রশিক্ষণ রয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই কাজ করেছেন পাইলট।
আ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম