রাজশাহী প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১৬ পরীক্ষার্থী।
আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
লিখিত বিজ্ঞপ্তিতে তারা জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে A, B ও C তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে আবেদন জমা হয়েছে ৭৮ হাজার ৯০টি৷ A ইউনিটে ৩১ হাজার ১২৯টি, B ইউনিটে ১৫ হাজার ৭৩২টি ও C ইউনিটে ৩১ হাজার ২২৯টি আবেদন জমা হয়। লিখিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবছর লিখিত ও বহু নির্বাচনী দুটি পদ্ধতিতে ১০০ নম্বরের জন্য এক ঘণ্টা ত্রিশ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। বহু নির্বাচনী প্রশ্নের জন্য ৫০ মিনিট ও লিখিত প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় পাবেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আল-আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম