আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক এমডি মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সিআইডি পুলিশ তাদের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন। আদালত সিআইডির পরিদর্শক মনিরুজ্জামানের দেয়া আবেদনটি মঞ্জুর করেন। এর মধ্যে শাহেদের ৪৩ টি ব্যাংক হিসাব ও এমডি মাসুদ পারভেজের ১৫ টি ব্যাংক হিসাব রয়েছে। এসব একাউন্টে প্রায় ১১ কোটি টাকা রয়েছে।
এর আগে সি আই ডির পরিদর্শক মনিরুজ্জামানের করা আবেদনে এই নির্দেশ দেয়া হয়। গত ১৫ই জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। মামলার দুই নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ই জুলাই গ্রেপ্তার করা হয়।
আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম